গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তারধীন জেলা পর্যায়ের প্রধান অফিস জেলা শিক্ষা অফিস। জেলা শিক্ষা অফিস, ঠাকুরগাঁও-এর অবস্থান ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের (উত্তর দেওয়াল সংলগ্ন) উত্তর পার্শ্বে ঘোষপাড়া সড়ক, ঘোষপাড়া, ঠাকুরগাঁও। তিনতলা ভবনের ২য় ও ৩য় তলায় জেলা শিক্ষা অফিস, ঠাকুরগাঁও-এর কার্যক্রম পরিচালিত হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা স্তরের শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের যাবতীয় আবেদনসমূহ অনলাইনের মাধ্যমে এবং অফ লাইনে নিষ্পন্ন করাই এ অফিসের মুল কাজ। এ অফিসের প্রধানের পদবী হলো জেলা শিক্ষা অফিসার।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস