Wellcome to National Portal
Main Comtent Skiped

Achievements

 

  1. প্রতিবছর জানুয়ারির ১ তারিখে প্রতিটি শিক্ষার্থীর হাতে নতুন পাঠ্যপুস্তক তুলে দেওয়া হয়।
  2. মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের ঝড়ে পড়া উল্লেখযোগ্য সংখ্যক হ্রাস করা হয়েছে।
  3. ৯০% শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাশরুমের মাধ্যমে পাঠদান করা হয়।
  4. উপবৃত্তি বিতরণ ও মনিটরিং।
  5. উন্নয়ন মেলা, বিজ্ঞান মেলা, সৃজনশীল মেধা অন্বেষন , জাতীয় শিক্ষা সপ্তাহ আয়োজন করা এবং বিজয়ীদের পুরস্কার প্রদান করা।
  6. মনিটরিং ও মূল্যালয়ন ব্যবস্থাপনার আধুনিকায়ন এর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ।
  7. কোভিড-১৯ এর কারণে শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি পাঠদান বন্ধ থাকায় প্রায় ৯০% শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ক্লাস (ঠাকুরগাঁও অনলাইন ক্লাস, আমার ঘরে আমার স্কুল/মাদ্রাসা, ইত্যাদি)।
  8. এনটিআরসিএ-এর মাধ্যমে বিষয়ভিত্তিক মেধাবী ও দক্ষ শিক্ষক নিয়োগ প্রদান।
  9. ইএফটি-এর মাধ্যমে শিক্ষকদের বেতন প্রদান করা হয়।
  10. এমপিও বিকেন্দ্রীকরনে উপজেলা ও জেলার কার্যাদি সম্পাদন ।
  11. সরকারি সিদ্ধান্তমোতাবেক সৃজনশীল প্রশ্নপদ্ধতির মাধ্যমে পরীক্ষা গ্রহণ।
  12. শিক্ষা ব্যবস্থাপনায় ডিজিটালাইজেশনের প্রসার ও শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা ও মনিটরিং করা হয়।
  13. বিভিন্ন প্রকল্প কতৃক প্রদত্ত প্রশিক্ষণ বাস্তবায়ন সংক্রান্ত নির্দেশনা অনুসরণপূর্বক কার্যক্রম পরিচালানা সম্পন্ন করা হয়।
    • ৮১৮ জন শিক্ষককে হাতে-কলমে বিজ্ঞান শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
    • ৩৫৬৫ জন শিক্ষককে টিচার্স কারিকুলাম গাইড (টিসিজি) বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
    • ৫০০ জন প্রতিষ্ঠান প্রধানবৃন্দের টিচার্স ট্রেনিং কলেজ রংপুর এ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
    • ৩৫৭৮ জন শিক্ষককে জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষা প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
    • ৩৪৩৫ জন শিক্ষককে সৃজনশীল প্রশ্নপদ্ধতি (CQ) বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং তা চলমান রয়েছে।
    • বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে ৪০০ জন শিক্ষককে ধারাবাহিক মূল্যায়ন (CA) বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং তা চলমান রয়েছে।
    • ৭৮৫৪ জন শিক্ষককে শিক্ষাক্রম বিস্তরণ (CD) বিষয়ক শিক্ষা প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
    • ৯৯১ জন শিক্ষককে পিবিএম (PBM) বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং তা চলমান রয়েছে।
    • ১০৫০ জন শিক্ষককে এসএমসি (SMC) বিষয়ক শিক্ষা প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
    • প্রতিবছর বালিয়ডাঙ্গী ও রাণীশংকৈল উপজেলায় স্থাপিত UITRCE তে, নেকটার, বগুরাতে এবং বিদেশেও শিক্ষকগণকে আইসিটি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।